রাকিবুল হাসান, ডোমার প্রতিনিধিঃ
ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের জালালের মোড় এলাকায় গত কাল ০৯ (অক্টবর) বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় রোজিনা বেগম নামে একজন নিহত হয়েছেন ও রোজিনা বেগমের স্বামী আহত হয়েছেন। তাদের বাড়ী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়
জানা যায় দুপুরের দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে স্বামীসহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের জালালের মোড় এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোজিনা বেগম ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোজিনা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।