
গ্রাফিকস ডিজাইনের উপর ‘ডিজাইন কনটেস্ট’ নিয়ে এসেছে দেশের স্বনামধন্য আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি। ডিজাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সফলতা ও এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে নগদ টাকা, শতভাগ স্কলারশিপসহ নানা আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিডিকলিং একাডেমির গল্প তুলে ধরার জন্য গ্রাফিক্স ডিজাইন কনটেস্টের আয়োজন করা হয়েছে। “আওয়ার স্টোরি, ইউর ক্রিয়েটিভিটি” শীর্ষক এই কনটেস্টে অংশ নিতে আগ্রহীদেরকে নির্দিষ্ট গুগল ফরমে রেজিস্ট্রেশন করতে হবে। সোমবার (২০ জানুয়ারি) থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিজাইন জমা দেওয়া যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজাইন কনটেস্টে যারা বিজয়ী হবেন, তাদের ডিজাইন বিডিকলিং একাডেমির সোস্যাল মিডিয়ার প্লাটফর্মে প্রচার করা হবে। একইসঙ্গে যারা প্রতিযোগিতায় বিজয়ী হবেন, তাদের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা, শতভাগ স্কলারশিপসহ বিভিন্ন পুরস্কার। এক্ষেত্রে প্রথম হওয়া ব্যক্তি পাবেন নগদ ১০ হাজার টাকা। সেইসঙ্গে থাকবে ফ্রি মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে শতভাগ স্কলারশিপ। রানার-আপ ৫ জন পাবেন ইউএক্স/ইউআই ডিজাইন অথবা মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে শতভাগ স্কলারশিপ।
এছাড়াও পরবর্তী ১০ জনকে দেওয়া হবে মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে ৭৫ শতাংশ স্কলারশিপ (২২,৫০০ টাকা ছাড়) এবং বিজয়ীদের মধ্য থেকে শেষ ৩০ জনকে দেওয়া হবে শতভাগ স্কলারশিপে অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন কোর্সে (মর্নিং ব্যাচ) স্কিল ডেভেলপমেন্টের সুযোগ।
তবে কেউ যদি এআই ব্যবহার করে ডিজাইন তৈরি করে বা কারও বিরুদ্ধে কপি বা প্লেজারিজমের অভিযোগ পাওয়া যায়, তাহলে তার ডিজাইন বাতিল করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তির বিশ্বায়নের কথা চিন্তা করে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে বিডিকলিং একাডেমি। গত এক বছরে (২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) ৫ হাজারের অধিক শিক্ষার্থীকে আইটি খাতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২০৩৫ জন শিক্ষার্থী দক্ষতা অর্জনের পর বিডিকলিংসহ বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। এমনকি প্রশিক্ষণ পাওয়া এসব শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপের (বিনামূল্যে) মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছে বিডিকলিং একাডেমি।
প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ৭২০ জন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ৫৫৬ জন, গ্রাফিক্স ডিজাইনে ৬৫০ জন, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রিতে ৪১৫ জন, ইউআই/ইউক্স ডিজাইনে ৩১৫, ওরাকল ডাটাবেজ বিষয়ে ১৫০ জন রয়েছেন। এছাড়াও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে ২০৮ জন, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টে ২০৬ জন, ওয়েব ডিজাইনে ৩৬৫ জন এবং ওয়েব ডেভেলপমেন্টে ২৬৫ জন ছাড়াও প্রজেক্ট ফিনিক্স (সেলস) বিষয়ে বিশেষ কয়েকটি ব্যাচে আরও সহস্রাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়া শিক্ষার্থীরা বিডিকলিং ছাড়াও ম্যাক-টেক সলিউশন্স, ওয়ান আইডিয়া সলিউশন্স, আরটুএ, মাকরাম আইটিসহ বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন।