
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
ঢাকা শহরে অধ্যয়নরত সুনামগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি কমিটি গঠন করা হয়েছে।
গত (২১ জানুয়ারি)মঙ্গলবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার মকবুল হোসাইন নোমানএবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যনগর উপজেলার সিরাজুম মুনীর মুস্তাকিম।
সভাপতি মকবুল হোসাইন নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সিরাজুম মুনীর মুস্তাকিম সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী।তিনি ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে সুকেশ দেবনাথ,সহ-সভাপতি: আব্দুল হালিম,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রিন্স, মানিক চৌধুরী,এম আশরাফুল ইসলাম, মো. জাকারিয়া,সাইফুল মুন্সী, রাজন চক্রবর্তী, তোফাজ্জল ভূঁইয়া, হৃদয় মিয়া,ওয়াহিদা সুলতানা তৃপ্তি, শান্তা চৌধুরী জুই, রাজা তালুকদার, মোজাহিদ আহমেদ,মো. তানজিউর রহমান অপূর্ব, শাহারিয়ার হক শান্ত,অর্থ বিষয়ক সম্পাদক মোছাব্বির,
ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান চৌধুরী,ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম,সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহিন মিয়া,আপ্যায়ন বিষয়ক সম্পাদক সালমান শাহ
সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম,নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাগর দাস,দপ্তর সম্পাদক মাহির ইসতিয়াক রায়হান,প্রচার সম্পাদক সজিব মিয়া,সহ-প্রচার সম্পাদক রাকিব হাসান,ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক নূরনবী শেখ নূর,সহ-সম্পাদক আইনউদ্দিন খান নাঈম।
সাধারণ সম্পাদক সিরাজুম মুনীর মুস্তাকিম বলেন,সুনামগঞ্জ জেলা অন্যান্য জেলা থেকে এখনও শিক্ষার হারের দিক থেকে পিছিয়ে রয়েছে।আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুনামগঞ্জের শিক্ষার বিস্তারে কাজ করবো।তিনি আরও বলেন, ঢাকায় অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার সকল শিক্ষার্থীদের মধ্যে আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, পরস্পরের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক, আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সামাজিক ও কল্যাণমূলক সকল কাজের সাথে সংগঠনের সম্পৃক্ততা নিশ্চিতকরণ আমাদের মূল লক্ষ্য। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে বলা হয়, আগামী ১ বছর এই কমিটি কাজ করবে।