মোঃ মশিউর রহমান, রংপুর।
রংপুর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান দীর্ঘ ১২ বছর পর কলেজে এসে দায়িত্ব বুঝে নিলেন। জানা যায়, কলেজের কমিটি নিয়ে নানান রকম জটিলতা থাকার কারনে মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি আফজাল হোসেন এর বৈষম্যের শিকার হন অধ্যক্ষ মশিউর রহমান।
তারই ধারাবাহিকতায় দীর্ঘ ১২ বছর ধরে তার দায়িত্ব পালনে বাঁধা প্রধান করা সহ নানা ভাবে হুমকি ধামকি দিয়ে তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়। চ্যালেঞ্জ করে অধ্যক্ষ মশিউর রহমান নিম্ন আদালত সহ উচ্চ আদালতে রায় নিয়ে বার বার কলেজে আসলেও মেয়াদ উত্তীর্ণ কমিটির নিয়োগ দেওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন তাকে কোন ভাবেই কলেজে আসতে দেয়নি। এমতাবস্থায় দীর্ঘ ১২ বছর পর ১১ আগস্ট-২৪ তারিখে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সেকেন্দার হোসেন, এলাকার জমিদাতারা সহ এলাকার মান্য গন্য ব্যক্তি বর্গ মিলে অধ্যক্ষ মশিউর রহমান কে তাঁর চেয়ার বুঝে দেন। এবিষয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সেকেন্দার হোসেন বলেন, মেয়াদ উত্তীর্ণ কমিটির দ্বারা নিয়োগকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দেলোয়ার হোসেন অবৈধ ভাবে তার পদ দখল করে ১২বছর যাবৎ কলেজের সকল রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তার কোন বৈধ নিয়োগ পত্র নেই, তাই অধ্যক্ষ পদে মশিউর রহমান কে আমরা তার পদ ও দায়িত্ব বুঝে দিলাম। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দেলোয়ার হোসেনের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা করা হলে তার বৈধ নিয়োগ পত্র আছে কিনা তা জানতে চাইলে সাংবাদিকদের কে বলেন, আমি কোন নিয়োগ পত্র দেখাবো না এবং কলেজে এখন যাবো না এবিষয়ে পরে আপনাদের সঙ্গে কথা হবে বলে মুঠোফোনের সংযোগ কেটে দেয় পরবর্তীতে তার মুঠো একাধিকবার ফোন দিলেও তাকে লাইনে পাওয়া যায়নি।