
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি এবং বিশিষ্ট আলেম অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছেন। এই সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে।
মুসলিম নিকাহ রেজিস্ট্রার হিসেবে তার সততা, পেশাগত দক্ষতা এবং সমাজসেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ মো. আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া। সম্মাননা অনুষ্ঠানে ড. কিবরিয়ার সমাজসেবামূলক অবদান ও নিকাহ রেজিস্ট্রার হিসেবে তার দায়িত্বশীলতার প্রশংসা করা হয়।
ড. মো. গোলাম কিবরিয়া একজন গুণী আলেম এবং সমাজসেবক। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম মাওলানা মো. আ. জাব্বার চিশতি শাজলী এবং মা মরিয়ম আফিফা।
ড. কিবরিয়া খানকায়ে শামছিয়ায়ে চিশতিয়ার পীর সাহেব এবং মাওলানা মো. আ. জাব্বার চিশতি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান। তিনি রওযাতুল মুত্তাকিন দাখিল মাদ্রাসার সভাপতি এবং সাতারকুল নুর মোহাম্মদ সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি মুহাদ্দিসমহাখালী কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের জিগাতলা এলাকার নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. মো. গোলাম কিবরিয়ার এই অর্জন তার এলাকার জনগণের জন্য গর্বের বিষয়। সমাজসেবায় তার নিরলস প্রচেষ্টা এবং শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা তাকে একজন আদর্শ নেতায় পরিণত করেছে।