
মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরী। সম্প্রতি নকশী কাঁথার জমিন সিনেমা মুক্তি পেয়েছে। তিনি জয়া আহসান এর কিশোরী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বর্তমান কাজ এবং এই সিনেমার অভিজ্ঞতা নিয়ে দৈনিক আলোকিত সকালের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আব্দুন নুর নাহিদ
* হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে কেমন আছেন?
হ্যাপি নিউ ইয়ার। আলহামদুলিল্লাহ! সবকিছু মিলে ভালো আছি।
* অভিনয়ে কাজের ব্যস্ততা কেমন?
অভিনয়ে কাজের ব্যস্ততা সবসময় আছে। কিন্তু আপাতত আমি বেছে বেছে কিছু কাজ করছি। সামনে আবার এইচএসসি পরীক্ষা, তাই কাজ কিছুটা কমিয়ে দিয়েছি।
* শোবিজে আপনার শুরু হয়েছিল কীভাবে?
শোবিজে আমার শুরুটা শিশুশিল্পী হিসেবে ২০১২ সালে প্রাণ মামা ওয়েফারের টিভিসি দিয়ে। তারপর মডেল, বিজ্ঞাপন, নাটক ও সিনেমায় অভিনয়।
* সম্প্রতি আপনার অভিনীত নকশী কাঁথার জমিন সিনেমাটি মুক্তি পেয়েছে। কেমন সাড়া পেলেন?
খুব ভালো সাড়া পাচ্ছি। আমার চরিত্রটির স্থায়ীত্ব কম হলেও যেটুকু স্ক্রিনে ছিলাম সবাই দেখে প্রশংসা করেছেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে সিনেমাটির পরিচালক ছিলেন আকরাম খান।
* আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন?
'নকশী কাঁথার জমিন' সিনেমাতে আমি কিশোরী রাহেলা চরিত্রে অভিনয় করেছি। যেটির মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান।
* জয়া আহসান এর সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন? তাঁর সাথে আগে কাজ করার সুযোগ হয়েছিল?
জয়া আহসান বর্তমানে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় একজন অভিনেত্রী। তাঁর সাথে কাজ করা খুবই সৌভাগ্যের ব্যাপার। এই সিনেমায় যেহেতু আমি জয়া আহসানের কিশোরী চরিত্রে অভিনয় করেছি, সেহেতু শুটিংয়ের সময়ে উনার সাথে আমার দেখা হয়নি। তবে এই সিনেমাতে কিশোরী রাহেলা চরিত্রে অভিনয়ের জন্য তিনি আমাকে সুপারিশ করেন। রাহেলা চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এর আগেও 'দেবী' সিনেমায় আমি জয়া আহসানের কিশোরী চরিত্রে অভিনয় করেছিলাম। উনি আমাকে খুবই স্নেহ করেন। অল্প সময়েই আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছি। আগামীতে আরো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই।
* মুক্তিযুদ্ধের এই সিনেমায় অন্যান্য চরিত্রগুলোতে কারা অভিনয় করেছেন।
এই সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- জয়া আহসান, ফারিহা সেঁওতি, রওনক হাসান, ইরেশ যাকের, দিব্য জ্যোতি , সৌম্য জ্যোতি, গোলাম ফরিদা ছন্দা, রিজওয়ান পারভেজ প্রমূখ।
* সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা দেশের প্রতিটা তরুণ দর্শক যেন এই সিনেমাটি একবার হলেও দেখে। এতে তারা মুক্তিযুদ্ধকে নতুন করে জানতে পারবে এবং অনুভব করতে পারবে। দর্শকদের প্রতি অনুরোধ আপনারা সিনেমাটি দেখুন, মুক্তিযুদ্ধে গ্রামীণ মানুষের অংশগ্রহণকে হৃদয় দিয়ে অনুভব করুন।
* সামনে আর কী কাজ আসছে?
সামনে আমার দুটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। যে দুটি সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। 'হাওড়' সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার, 'আগুনের পাখি' আওয়াল চৌধুরী।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো, দীপক চৌধুরীর 'শিরিনের একাত্তর যাত্রা', সগীর মোস্তফার 'অয়নের গল্প'। এছাড়াও চ্যানেল আই এর "হিডেন ফোল্ডার" নামে একটি টেলিফিল্মের কাজ শেষ করেছি। একটি স্কিন কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজও করেছি; যা প্রচারের অপেক্ষায় আছে।
* নতুন বছরের আলো আপনার জীবনকে আরও উজ্জ্বল করুক। আপনার সব ইচ্ছে পূর্ণ হোক।
আপনাকে ধন্যবাদ। দৈনিক আলোকিত সকাল পরিবারসহ পত্রিকার সকল পাঠককে নতুন বছরের শুভেচ্ছা।