বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির লম্বা মেয়ে হিসেবে পরিচিত পিউ কাহার উচ্চতা ৫’৯”, আর অনন্য মেধা দিয়ে দেশের ফ্যাশন ও বিজ্ঞাপনী দুনিয়ায় নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। ২০১৭ সালে ফ্যাশন মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি নানা ফ্যাশন শোতে র্যাম্পে হেঁটেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করছেন।
তবে তার শুরুটা সহজ ছিল না। এখনো নিজেকে চেনাতে নিরলশ পরিশ্রম করছেন পিউ। বর্তমানে বিজ্ঞাপন ও ফটোশুট নিয়ে তার ব্যস্ততা। প্রস্তুতি নিচ্ছেন ওটিটি কাজের। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে যুক্ত হয়েছেন প্রাচ্যনাট থিয়েটারে।
পিউ কাহা রূপালী বাংলাদেশকে বলেন, ‘শুরুর দিকে নবীন হিসেবে পথচলা বেশ কঠিন ছিল। প্রতি মুহূর্তে আমি শিখছি। আমার লক্ষ মডেলিং ও অভিনয়ে নিজেকে মেলে ধরা। বর্তমানে ফ্যাশন মডেলিং, টিভিসি এবং ফটোশুট নিয়ে ব্যস্ততা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কিছু কাজ নিয়ে কথা চলছে। অভিনয়ের সব মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’
পিউ কাহা। ছবি: সংগৃহীত
কিন্তু এখানেই তার স্বপ্নের শেষ নয়। ভালো গল্প ও চরিত্রে কাজ করার প্রতি পিউ কাহার তীব্র আগ্রহ রয়েছে। তিনি মনে করেন, একটি ভালো চরিত্রে অভিনয় করতে পারলে নিজের অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তোলা সম্ভব। চরিত্রের প্রয়োজনে সব ধরনের চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত বলেও জানান।
পিউ বলেন, ‘আমি সব মাধ্যমে কাজ করতে আগ্রহী, যদি ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পাই। আমি মনে করি, একজন শিল্পী হিসেবে নিজেকে নানা রকম চরিত্রে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পিউ কাহার এই আগ্রহ ও প্রস্তুতি তার ভক্ত ও অনুসারীদের কাছে নতুন আশা জাগিয়েছে। অভিনয়ে নতুন রূপে তাকে দেখতে পাওয়ার জন্য অপেক্ষায় আছেন তার ভক্তরা।
যোগ করে তিনি আরো বলেন, ‘অভিনয়ের জন্য প্রাচ্যনাট থিয়েটারে যুক্ত আছি। থিয়েটার নিয়ে আমি খুবই আগ্রহী, কারণ এটি অভিনয়ের বেসিক দক্ষতাগুলোকে আরও শাণিত করে। ফ্যাশন মডেলিং নিয়ে আমার লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচিতি বাড়ানো। আমি চাই বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের মঞ্চে তুলে ধরতে। ভালো গল্প ও চরিত্রে পেলে সব মাধ্যমে কাজ করতে প্রস্তুত আছি।’