
উম্মে সালমা:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষায়ও ভূমিকা রাখছে। আধুনিকতার ছোঁয়ায় এবং নগরায়ণের ফলে পিঠা পুলির ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা বিগত সময়ের ন্যায় এবারও পিঠা উৎসবের আয়োজন করে। গত ৩১ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রামের সিআরবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য পিঠা উৎসব।
নির্ধারিত সময়ের আগে থেকেই সিআরবি চত্বরে জড়ো হতে থাকেন লেখক ফোরামের সদস্যরা। পাহাড়ের চূড়ায় বসে গল্প, আড্ডা আর হাস্যরসে ভরে ওঠে চারপাশ। পুরো আয়োজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাখার সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রামের টিম লিডার মোহাম্মদ আরমান রাকিব। সভাপতিত্ব করেন অত্র শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেদ্ওয়ান আহমদ, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এবং সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আল মুনতাছির।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের নবীনবরণ অনুষ্ঠিত
শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫
অসহায় মানুষের পাশে থাকার অনুভূতি
মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫