মো। আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন: সেলিম মিয়া (৪৫), পিতা- ফারুক, মাতা- সাহেরা বেগম, সাং- ঘাটুরা (অহেদ আলীর বাড়ী), থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর,
১০ অক্টোবর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টায় এসআই (নিঃ)/মোঃ ইউনুছ মিয়া,এএসআই (নিঃ) মোঃ আব্দুল করিম, সঙ্গীয় ফোর্সসহ পত্তন ইউনিয়নের পত্তন বাজারের নৌকা ঘাটের দক্ষিণ পাশে নৌকার জন্য অবস্থান করিতেছে মর্মে খবর প্রাপ্ত হইয়া অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়, অসমির হেফাজত হতে দুটি নীল পলিথিনে চার কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন, তিনি বলেন অভিযানে আরো ২ জন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়, তারা হলেন, ১/সাব্বির (৩০), পিতা- ইদ্রিস মিয়া, সাং- কল্যানপুর (মনিপুর), ইউপি- পত্তন, ২। শাহিন মিয়া (৩৩), পিতা- মৃত হামদু মিয়া, মাতা- মাজেদা বেগম, সাং- বড় পুকুরপাড়, ইউপি- পত্তন, উভয় থানা- বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানার জিডি নং-৪৪৫, এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।