সাদেকুল ইসলাম সুবেল,
বিরল (দিনজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট (সোমবার) বিরল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশের প্রধান সমন্বয়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. সূধীর চন্দ্র শীল, বিরল উপজেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জাফরুল আলম জাফু, হিন্দু কমিউনিটির নেতা যতীন চন্দ্র মাষ্টার, রাজা দশরত চন্দ্র রায়, তুলেন চন্দ্র রায়, জয়রাম সরকার, প্রকাশ চন্দ্র রায় প্রমূখ। নেতৃবৃন্দ বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার বিচারের দাবিসহ পৃথক হিন্দু কমিশন গঠন, জাতীয় সংসদে শতকরা ১৯ ভাগ আসন সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং পূণরায় শহীদমিনারে ফিরে এসে দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এর বক্তব্য প্রদান শেষে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।