
রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ক্যানভা ডিজাইন শিখিয়েছে ফ্রিল্যান্সিংভিত্তিক দেশের অন্যতম বৃহৎ আইটি প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি এবং বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সমাপনী ক্লাসের মাধ্যমে ‘ক্যানভাস ৪.০: ক্রিয়েট উইথ ক্যানভা’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। বিডিকলিংয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের জন্য ডিজাইনিংয়ে দক্ষতা অর্জনের সুযোগ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিনামূল্যে ক্যানভা ডিজাইন শেখানোর উদ্যোগ নিয়েছে বিডিকলিং একাডেমি। এরই ধারাবাহিকতায় প্রথম পর্বে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীকে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যানভা ডিজাইন প্রশিক্ষণটি আজ (২৯ অক্টোবর) সমাপ্ত হয়েছে।
এতে বলা হয়, প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে একটি ডিজাইন কম্পিটিশনের আয়োজন করা হবে। তাদের মধ্য থেকে দক্ষতা অনুসারে বিডিকলিং একাডেমির সকল কোর্সগুলোতে লক্ষাধিক টাকার স্কলারশিপও দেওয়া হবে। এছাড়াও বর্তমান চাকরির বাজারে ক্যানভা ডিজাইনে দক্ষ হলে খুব সহজেই চাকরি সুযোগ রয়েছে। এমনকি ফ্রিল্যান্সিংয়েরও ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ডিজাইনহিল ইত্যাদি সাইটে ফিক্সড প্রাইস, আওয়ারলি জব কিংবা কন্টেষ্টের মাধ্যমে আয় করা যায়। এমনকি অনেক ক্লায়েন্ট অধিকাংশ সময় লংটার্ম প্রজেক্টের জন্য ডিজাইনারদের নিয়োগ দিয়ে থাকে।
প্রসঙ্গত, কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিডিকলিং একাডেমি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।