
অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে
জিল্লুর রহমান জিল্লু'র একক বই “ছন্দ ছড়ায় আমার দেশ”। বইটি প্রকাশ করছে রাতুল
গ্রন্থপ্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন মুসা কালিমুল্লাহ। বইটি মেলায় লিটলম্যাগ চত্বরের ৬৫ নং স্টলে পাওয়া যাবে। বইটির মলাট মূল্য ১৫০
টাকা।
বইটি প্রসঙ্গে ছড়াকার বলেন, ‘ছন্দ ছড়ায় আমার দেশ’ কাব্যগ্রন্থটি শিশু, কিশোর-কিশোরীদের উপযোগী
করে লেখা ছন্দবদ্ধ ছড়া কবিতা। সুন্দর ঝকঝকে ছবিতে পরিপাটি বইয়ের প্রতিটি ছড়া’ই
শ্রুতিমধুর অর্থবোধক বিষয়বস্তু নির্ভর রসঘন কাব্যে সমৃদ্ধ।
ছড়াকার ও কবি জিল্লুর রহমান জিল্লু ২০ মে, ১৯৮০
খ্রিষ্টাব্দে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয় সদর ইউনিয়নের দক্ষিণ
আনইলবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখালেখি শুরু ১৯৯১ সালে ছাত্রজীবন থেকেই।
বর্তমানে চাকরির পাশাপাশি লেখালেখি বিভিন্ন সামাজিক এবং সাহিত্য সংগঠনের সাথে
যুক্ত আছেন।
১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি “আলোর দিশারী” নামে একটি দেয়াল পত্রিকা এবং দ্বি-মাসিক ম্যাগাজিন সম্পাদনা করেন জিল্লুর রহমান জিল্লু। ২০২৩ সালে তিনি কবি সংসদ বাংলাদেশ এর জীবনানন্দ সাহিত্য পুরস্কার, ২০২৪ সালে “পয়োট্রি ফর ফিলিস্তিন” এ্যাওয়ার্ড লাভ করেন।
/তানজিদ শুভ্র