উদীয়মান এক তরুণ লেখক শফিক রিয়ান। ঔপন্যাসিক হিসেবে তার যাত্রা শুরু হয়। আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে উপকথা প্রকাশনীর সাথে নতুন বইয়ের চুক্তি সম্পন্ন করেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। সম্প্রতি পুরান ঢাকার ঐতিহাসিক বিউটি বোর্ডিং-এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি।
নতুন বই চুক্তির বিষয়ে কথাসাহিত্যিক শফিক রিয়ান বলেন, ‘এই বই সব বয়সী পাঠকের মন ছুঁয়ে যাবে। গল্প থেকে শুরু করে প্রচ্ছদ, চরিত্র থেকে শুরু করে প্লট; সব কিছুই পাঠককে আকৃষ্ট করে রাখবার মতোই চমকপ্রদ। ২৫ মেলার জন্য আগ্রহী পাঠকদের জন্য যে দারুন কিছু অপেক্ষা করছে, বই প্রকাশ পেলেই সেটা টের পাওয়া যাবে। শীগগির বইয়ের নাম ও প্রচ্ছদ প্রকাশিত হবে।'
শফিক রিয়ানের প্রকাশিত গ্রন্থসমূহ- আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), মেঘ বিষাদের দিন (২০২২), বিধ্বস্ত নক্ষত্র (২০২২), নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত (২০২৩) ও বিষাদের ছায়া (২০২৪)।