
বিজয়ের উল্লাস
আলিফা তাবাচ্ছুম শিখা
দীর্ঘ ন'মাসের যুদ্ধের শেষে
রবির শিখা উঠেছিল হেসে
ডিসেম্বরের ঠিক ষোল তে
বাংলার বুকে বিজয় আসে।
আসে উল্লাস বাংলার জমিন জুড়ে
বিজয় তুমি আবার এসেছো ফিরে,
কত বুকের মানিক আসিনি ফিরে আর
বিজয় এলেই অশ্রু ঝরে পড়ে মনে বার বার।
বিজয় তুমি লাখো শহীদের অস্তিত্ব বিলীন প্রাণ
বিজয় তুমি শষ্য ও পুষ্পের গন্ধে রক্তের ঘ্রাণ,
বিজয় তুমি শহীদের সংগ্রাম সেই বজ্রধ্বনি
বিজয় তুমি ক্ষুদিরামের স্বরণে লেখা স্বরধ্বনি।
বিজয় তুমি গর্ব মোদের বাঙালির অহংকার
সোনার দেশের সোনার মানুষ দিয়েছিল হুংকার,
এনেছিল দেশপ্রেমীরা লাল-সবুজের স্বাধীনতা
প্রাণ খুলে কথা বলি নেই আজ আর পরাধীনতা।