
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের আশকামতা হিলফুল ফুজুল যুব সংগঠনের সেক্রেটারী,নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সদস্য, লাকসাম আদর্শ বেকারির ম্যানেজার সাইফুল ইসলাম ভূঁইয়ার পিতা ওমর ফারুক ভূঁইয়ার দাফন কার্য গত ১১ জানুয়ারি রাতে সম্পূর্ণ হয়েছে। জানা যায় ওমর ফারুক ভূঁইয়া গত শনিবার দুপুর ১ ঘটিকায় লাকসাম শান্তা মেডিকেলে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে বাদ এশা রাত ৯ ঘটিকায় ওনার নিজ বাড়ী সংলগ্ন জামে মসজিদ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়। কর্মজীবনে তিনি নাঙ্গলকোটে দীর্ঘদিন ব্যবসা করেছেন। ইন্তেকালের সময় ওনার বয়স প্রায় ৭০ বছর হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুনগাহি রেখে গিয়েছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত বিনয়ী সহজ সরল ও ধর্মভিরু মুসলিম ছিলেন। তার পুত্র আশকামতা হিলফুল ফুজুল সংগঠনের সেক্রেটারী সাইফুল ইসলাম ভূঁইয়া দেশবাসী সহ মুসলিম উম্মাহের নিকট দোয়া কামনা করেছেন মহান আল্লাহ পাক যেন তার আব্বাকে দয়াল নবীর উছিলায় জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।