
মোঃ ছুন্নত আলী মল্লিক
তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করছেন নাটক। প্রায়ই কাজের প্রস্তাব পেলেও বেছে বেছে অভিনয় করছেন ছোট পর্দায়। গেল ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে এই অভিনেত্রীর নাটক ‘বনফুল’। এটি সম্প্রতি ইউটিউবে অবমুক্ত হয়েছে। এতে তার সহশিল্পী মনোজ প্রামাণিক। এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ।
জিম বলেন, ‘আমি অল্প কাজেই তৃপ্তি খুঁজে পেতে চাই। প্রায়ই প্রস্তাব পেলেও মানহীন কাজে নিজেকে উপস্থাপন করতে চাই না বলেই আমাকে বেশি দেখা যায় না।’ এদিকে শিগগিরই প্রচারে আসবে জিমের ‘মেঘবালিকা’ নামের নতুন একটি নাটক। সিফাত হোসেনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন বাপ্পি খান। এতে জিমের বিপরীতে আছেন প্রান্তর দস্তিদার। আরও আছেন মনিরা মিঠু প্রমুখ। নাটকটিতে নীলা চরিত্রে অভিনয় করেছেন জিম। জিম অভিনীত আরও বেশ কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। সম্প্রতি এই অভিনেত্রী একটি বিজ্ঞাপন চিত্রের কাজ শেষ করেছেন। চলতি মাসেই এটি প্রচারে আসার কথা রয়েছে। অন্যদিকে কুরবানির ঈদের জন্যও কাজ করছেন জিম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে অনার্সে পড়ছেন জিম। একজন সু-অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরলস ছুটে চলেছেন জিম। নাটক-সিনেমার বাইরে ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরতে চান এই অভিনেত্রী।