
অমর
একুশে বইমেলা ২০২৫ এ কবি আব্দুল আজিজ এর দ্রোহ ও জুলাই বিপ্লব নিয়ে রচিত
কাব্যগ্রন্থ ষোলো থেকে পাঁচ। বইটির প্রচ্ছদ করেছেন রুদ্ধ আকাশ এবং উচ্ছ্বাস
প্রকাশনী হতে বইটি প্রকাশ হচ্ছে।অমর একুশে বইমেলার ৬৬৯ স্টলে বইটি পাওয়া
যাবে।
কবি আব্দুল আজিজ প্রেম, দ্রোহ, প্রকৃতি , দেশপ্রেম ও অধিকার ইত্যাদি নিয়ে বইটি সাজিয়েছেন।
উল্লেখ্য, ষোলো থেকে পাঁচ লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ, তাঁর প্রথম কাব্যগ্রন্থ রুদ্ধ বিলাপ। কবির যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৩টি। কবিতা ছড়ার পাশাপাশি গল্প ও উপন্যাস লেখেন। তার প্রকাশিতব্য উপন্যাস দিস্তা কাগজ। তিনি পত্রিকা নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।