
বাংলা কবিতার জগতে প্রতিশ্রুতিশীল এক নাম আরিফ জামান। তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘বেহেশতি তিরোধান’ যেন পাঠকদের নিয়ে যাবে এক স্বর্গীয় আবহে। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত এই বইটি ঢাকার মডার্ণ সিটিতে আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে।
বইটির মোড়ক উন্মোচন করেন এসবিএলের পরিচালক মোঃ আতিকুল ইসলাম। তিনি অনুষ্ঠানে বলেন, "সাহিত্যচর্চা একটি সৃজনশীল কাজ। আরিফ জামান তার প্রতিভা ও সৃজনশীলতাকে এ গ্রন্থে তুলে ধরেছেন। আমি আশা করি, এই বইটি পাঠকদের হৃদয়ে স্থান করে নেবে।"
‘বেহেশতি তিরোধান’ প্রকাশ করেছে স্বনামধন্য ছিন্নপত্র প্রকাশন। বইটির প্রচ্ছদ নকশা করেছেন প্রতিভাবান শিল্পী চারু পিন্টু, যার নান্দনিক শিল্পকর্ম বইটিকে করেছে আরও আকর্ষণীয়।
আরিফ জামানের সাহিত্যিক যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। ২০২০ সালে অমর একুশে বইমেলায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মন খারাপের বারান্দা’, যা প্রকাশিত হয়েছিল মহাকাল প্রকাশনী থেকে, তখনই পাঠকদের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। এবার তিনি ‘বেহেশতি তিরোধান’-এর মাধ্যমে পাঠকদের সামনে নিয়ে এসেছেন নতুন ভাবনার ছোঁয়া।
বইটি খুব শীঘ্রই পাওয়া যাবে রকমারি সহ অন্যান্য জনপ্রিয় অনলাইন বইয়ের প্ল্যাটফর্মে।
কবিতাপ্রেমীদের আশা, ‘বেহেশতি তিরোধান’ হবে এক ব্যতিক্রমী অভিজ্ঞতার উৎস। জীবনের গভীর অনুভূতি ও সৌন্দর্যকে ছুঁয়ে যাওয়া কবিতাগুলো পাঠকের মনের গভীরে প্রভাব ফেলবে।
কবি পরিচিতি:
আরিফ জামান ১৯৯১ সালের ৫ মার্চ (২০ ফাল্গুন ১৩৯৭ বঙ্গাব্দ) যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স. ম. বদিউজ্জামান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মাতা মোছাঃ রাহাতুন নেছা (শাপলা) একজন গৃহিনী।
২০০৭ সাল থেকে তিনি সাহিত্যচর্চা শুরু করেন। ২০১৪ সালে কবি রহমান মুজিব সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘তিল তরঙ্গ’-এ তাঁর প্রথম কবিতা ‘স্বপ্ন ভঙ্গ’ প্রকাশিত হয়। এরপর থেকে তিনি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা ও সাময়িকীতে কবিতা, প্রবন্ধ ও গল্প লিখে আসছেন।
বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
আরিফ জামানের লেখনীতে জীবনের গভীর অনুভূতি, স্বপ্নভঙ্গের বেদনা এবং অস্তিত্বের প্রশ্নগুলো দারুণভাবে ফুটে ওঠে। কবিতা ও সাহিত্যের প্রতি তাঁর এই নিখাদ ভালোবাসা তাঁকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে।
"সাহিত্যিক আরিফ জামান কেবল একটি নাম নয়, তিনি এক নতুন কাব্যধারার প্রতীক, যাঁর লেখায় পাঠকেরা খুঁজে পান জীবনের সুর ও সৌন্দর্য।"