তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের বই ঘর। অনলাইনে এবং অফলাইনে বই পড়িয়ে নিচ্ছে তারা৷ এবার সংগঠনটি অনলাইনে আয়োজন করেছে ‘আমরা করবো জয় – ২০২৪’ প্রতিযোগিতা। এই আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক আলোকিত সকাল।
ক্রিয়েটিভ রাইটিং (স্বরচিত গল্প/কবিতা),
বুক রিভিউ ও বুক ফটোগ্রাফি মোট ৩ বিভাগে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। প্রতি বিভাগে
সেরা ৩ জন করে মোট ৯ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। এতে অংশ নিতে পারবে সকল বয়সী
পাঠক। তবে অংশগ্রহণকারীকে অবশ্যই হতে হবে বাংলাদেশী নাগরিক।
আয়োজক সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতা গত
৫ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত। মাসব্যাপী
এই প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজের লেখা গল্প/কবিতা, বই পড়ে
তার রিভিউ কিংবা যেকোনো বইয়ের ছবি তুলে ‘আমাদের বই ঘর বুক ক্লাব’ গ্রুপে জমা দিতে হবে।
কেউ চাইলে একাধিক বিভাগে কিংবা একাধিকবার জমা দিতে পারবে।
সংগঠনটির প্রধান নির্বাহী মুশফিকুর রহমান
জানান, ‘আমরা নতুন পাঠক গড়তে এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্যে
কাজ করছি। তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজ করতে ও বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে এবার অনলাইনে
প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি এ উদ্যোগ তরুণদের মেধাবিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডের
সঙ্গে যুক্ত থাকতে সহায়ক ভূমিকা পালন করবে।’
উল্লেখ্য, ‘আমাদের বই ঘর’ সংগঠনটি ২০২১ সাল
থেকে তাদের যাত্রা শুরু করে।
বিস্তারিত তথ্য সংগঠনটির ফেসবুক পেজ
https://www.facebook.com/amaderboighorbd/ এবং ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/amaderboighor/ রয়েছে।