মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এরফানুল ইসলাম শরীফের লাশ নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ নিয়ে উপজেলা পরিষদ পর্যন্ত বিক্ষোভ করে তারা।
পরিবারের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার মানসিক নির্যাতনে অসুস্থ হয়ে ওই শিক্ষক মারা গেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগসহ নানা বিষয় নিয়ে ইউএনও ওই শিক্ষকের ওপর ক্ষুব্ধ ছিলেন।
বিদ্যালয়ের একটি সূত্র জানায়, ইউএনও গাজালা পারভীন রুহী বিদ্যালয়ে গিয়ে অফিসকক্ষে এরফানুল ইসলাম শরীফের সঙ্গে একান্তে কথা বলেন। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শনে চলে যান। বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে অন্য শিক্ষকদেরও বের করে দেওয়া হয়। ১৫-২০ মিনিট কথা বলার পর ইউএনও বিদ্যালয় থেকে চলে যান।
তখন একাধিক শিক্ষককে নিয়ে ওই অফিসকক্ষেই নাশতা করেন এরফানুল হক। ইউএনওর সঙ্গে তেমন কিছুই হয়নি বলে তিনি অন্য শিক্ষকদের কাছে বিষয়টি এড়িয়ে যান। এর পরই তিনি অসুস্থ হয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সূত্রটি আরো জানায়, ওই শিক্ষকের অসুস্থ হওয়ার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শুভাকাঙ্ক্ষীরা সেখানে ছুটে যায়।
বেশ কিছু সময় অপেক্ষার পর লাশ নিয়ে তারা মিছিল বের করে উপজেলা পরিষদে যায়। সেখানে ইউএনওর বিরুদ্ধে শিক্ষককে মানসিক নির্যাতনের দাবি করা হয়। উপজেলা পরিষদে অবস্থানরত সেনা সদস্যরা বিক্ষুব্ধদের শান্ত করেন।
এরফানুল ইসলাম শরীফের ভাই মো. আওলাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের রাধানগরের বাড়িতে যান। এ সময় উপজেলা কমপ্লেক্সের দিকে কেন বাড়ির গেট রাখা হলো, সেটা নিয়ে ইউএনও প্রশ্ন তোলেন ও ক্ষোভ দেখান।
কিছুক্ষণ পরই তিনি বিদ্যালয়ে গিয়ে তার ভাইয়ের সঙ্গে উচ্চবাচ্যে কথা বলেন এবং মানসিক নির্যাতন করেন বলে জানতে পারেন। এর পরই তিনি অসুস্থ হয়ে গেলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউএনওর মানসিক নির্যাতনের কারণে তিনি মারা যান বলে তিনি অভিযোগ করেন।
এদিকে বিক্ষোভের সময় উপজেলা পরিষদে লাশ রেখে শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সাজিদুল হক অভিযোগ করেন, এরফানুল ইসলাম শরীফ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছিলেন। কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আখাউড়ার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল তাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে দেননি। এ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এরই ধারাবাহিকতায় ইউএনও বিদ্যালয়ে গিয়ে এরফানুল ইসলামকে মানসিক নির্যাতন করেন।
মোঠো ফোনে যোগাযোগ করা হলে ইউএনও গাজালা পারভীন রুহী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তার আটকে থাকা বেতন হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তাহলে কেন আমি তাকে মানসিক নির্যাতন করতে যাব?’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্কুলের অফিস কক্ষেই তার সাথে বসে কথা বলেছি, ‘উপজেলা পরিষদ কমপ্লেক্সের কোয়ার্টার ভবনগুলো পরিদর্শনের অংশ হিসেবে এরফানুল ইসলামের বাড়ির দিকে যেতে হয়। আর বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তার সঙ্গে স্বাভাবিক কথা বলি। তার সঙ্গে আমার কোনো ধরনের উচ্চবাচ্য হয়নি। আমি আসার অনেক পরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানতে পেরেছি। পরে বিকালের দিকে জানতে পরালাম তিনি মারা গেছেন।