মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন( পিপিএম সেবা) এর সাথে আখাউড়ার সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া উপজেলা প্রেসক্লাব, আখাউড়া মফস্বল সাংবাদিক ফোরাম - কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাব এর সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অত্যন্ত আন্তরিক পরিবেশে মত বিনিময় সভায় সাংবাদিকরা আখাউড়ার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো, আখাউড়া থেকে মাদক, ইভটিজিং, চুরি, , ছিনতাই, , কিশোর অপরাধ দমনে নবাগত ওসিকে অনুরোধ করা হয় । পাশাপাশি যানজট নিরসনের সহযোগিতা কামনা করা হয়।
এসময় নবাগত ওসি মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম সেবা) সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন। ইতোমধ্যেই তিনি অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ( ২০১৭) প্রধান মন্ত্রী পিপিএম সেবা পুরস্কারে ভুষিত হয়েছেন এবং বহুবার আইজিপি (অর্থ) পদকে ভূষিত হয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম সহ আখাউড়া থানার পুলিশ অফিসার ও পুলিশ সদস্য গন। পারিবারিক ও বিভিন্ন সমস্যার কারনে কয়েকজন সাংবাদিক সভায় উপস্থিত থাকতে পারেননি।
অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন( পিপিএম সেবা) কিশোরগঞ্জের সন্তান ২০০৪ সালে ঢাকা মেট্রো পলিটন পুলিশে সাবইন্সপেক্টর পদে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ১ কন্যা সন্তানের জনক। সভাশেষে নবাগত ওসি উপস্থিত সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।