
আবুল আতা মামুন, স্টাফ রিপোর্টার:বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫, United by Unique” এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি যথাযোগ্য গুরুত্বের সাথে সারা পৃথিবীর মতো এ দিবসটি পালন করেছে। এই রোগে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও লাখ লাখ লোকের প্রাণ হানি ঘটেছে। অথচ কিছু নিয়ম কানুন মেনে চললেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কিংবা সূচনায় রোগ নির্ণয় করে সম্পূর্ণ নিরাময় সম্ভব। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির উদ্যোগে ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, মঙ্গলবার, সকাল ৮.৩০টায় বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সম্মূখে ক্যান্সার সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি ও ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। যেখানে সাংবাদিকবৃন্দ ও দেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেনসহ প্রমুখ। প্রেসিডেন্ট ও সেক্রেটারী জেনারেল মহোদয় বলেন কিছু বদ অভ্যাস যেমন ধুমপান এর কারণে মুখের ক্যান্সার, গলনালী ও শ্বাসনালীর ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন অংগের ক্যান্সার হয়। তিনি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হস্পিটাল এন্ড ওয়েলফেয়ার হোম এর কার্যক্রম ও ‘বিশ্ব ক্যান্সার দিবস’ এর তাৎপর্য উত্থাপন করেন।সোসাইটির সামনের সড়ক পথ থেকে দেড় শতাধিক মানুষের এক পদযাত্রা শুরু হয়। সামগ্রিকভাবে এলাকাবাসী, পথচারী এবং গণমাধ্যমের প্রচারনার মধ্য দিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, শ্লোগান বক্তব্যের সাহায্য জনসচেতনতা তৈরী করা হয়। পদযাত্রাটি বাংলাদেশ ক্যান্সার সোসাইটির আনেক্স বিল্ডিং গিয়ে শেষ হয়।পথযাত্রা শেষে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ডাঃ শাহাদাত হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ এম এ হাই, পরিচালক-বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল এন্ড ওয়েলফেয়ার হোম। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী পরিষদের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেন, ট্রেজারার রফিকুল ইসলাম খান এফসিএ, নির্বাহী সদস্য জনাব মসয়ুদ মান্নান এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তাগণ অভিমত প্রকাশ করেন ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। প্রতি বছর এই রোগে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও লক্ষ লক্ষ লোকের প্রাণ হানি ঘটছে। অথচ কিছু নিয়ম কানুন মেনে চললেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কিংবা সূচনায় রোগ নির্ণয় করে সম্পূর্ণ নিরাময় সম্ভব। ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারের ব্যাপারে, দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি, সূচনায় রোগ নির্ণয়সহ রোগীর যথাযথ চিকিৎসা-ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন এবং এ ব্যাপারে দেশের সচেতন জনগণ ও সরকারকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনায় বক্তাগণ ধূমপান, তামাক পাতা, জর্দ্দা, গুল ও খৈনী, ই সিগারেট ইত্যাদি বজর্নের আহবান জানান। সচেতনতা বৃদ্ধির নিমিত্তে প্রেস/ সোশাল মিডিয়ায় ভূমিকার কথা বলেন।সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য , সোসাইটির জীবন সদস্য ও কর্মকর্তা-কর্মচারী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনের গুরুত্ব বাড়িয়ে দেন এবং কর্মসূচি সফল করেন। উক্ত প্রোগ্রামে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আমরা জানতে চাই চ্যানেল।