সোহেল রানা তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলীতে রাইট টু গ্রো প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন সেভ দ্য চিলড্রেন সংস্থার একটি টিম। এ পরিদর্শন টিমে ছিলেন সেভ দা চিলড্রেন সংস্থার নেদারল্যান্ড থেকে আগত লরেন্স, অ্যাডভাইজার জাফর উল্লাহ, প্রজেক্ট ম্যানেজার তৌফিকুজ্জামান ও জনাব এরিনা।
সেভ দ্যা চিলড্রেন মূলত রাইট টু গ্রো প্রকল্পের 2টি অ্যাডভোকেসি ইস্যু নিয়ে কাজ করছে। অর্থাৎ শিশুদের জন্য ইউনিয়ন পরিষদের বাজেটে ওয়াশ এবং পুষ্টি খাতে বরাদ্দ রাখা, পাশাপাশি প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করে স্থানীয় পর্যায়ে গুণগত মানের ওয়াশ এবং পুষ্টি পণ্যগুলো জনগণের কাছে সহজলভ্য করা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সেভ দা চিলড্রেন এর এ টিমটি তালতলীতে এসে প্রথমেই তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে সালমা মহোদয়ের সাথে সাক্ষাত করেন । পরে রাইট টু গ্রো প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণার লক্ষ্যে তালতলী সমুদ্র সমাজের অফিস এবং তাদের কার্যক্রম, বড়বোগী ইউনিয়ন পরিষদ এর কার্যক্রমের পাশাপাশি রাইট টু গ্রো প্রকল্পের তালতলী অফিস পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাগোনারী হেড অফিসের ডিরেক্টর এইচ আর জনাব আফজাল হোসেন, রাইট টু গ্রো ফিল্ড টিমের প্রকল্প সমন্বয়কারী জনাব মনিরুজ্জামান, মনিটরিং অফিসার জনাব মশিউর রহমান প্রকল্প কর্মকর্তা আফতাব উদ্দিন প্রশিক্ষণ কর্মকর্তা নাজমুল হোসাইন সহ অন্যান্য সহকর্মীবৃন্দ। সমুদ্র সমাজ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাওলা, সাধারন সম্পাদক পান্না আকন, সহ-সভাপতি মাসুমা আক্তার, নাসির উদ্দিন, শফিক জমাদ্দার, সিদ্দিকুর রহমান, তপন চক্রবর্তী, জাফর খান, মনির মাস্টার সহ আরো অনেকেই।
তালতলীতে রাইট টু গ্রো প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে সেভ দ্যা চিলড্রেন থেকে আগত টিম খুবই সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।