মো: ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি:
রেইনবো যুব ফাউন্ডেশন এবং রেইনবো নারী উন্নয়ন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে রবিবার (৩ নভেম্বর) ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সেনবাগ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উক্ত নারীদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার খুরশিদ আহমেদ।উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেইনবো যুব ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন সুমন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস এলামনাই এসোসিয়েশন-ঢাকা এর সাধারণ সম্পাদক,উন্নয়ন সংগঠক খন্দকার নাজমুল হক।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইনবো নারী উন্নয়ন ফাউন্ডেশন এর সভানেত্রী কানিজ ফাতেমা নারগিস,ইঞ্জিনিয়ার আজমত হোসেন এবং রেইনবো যুব ফাউন্ডেশনের সেনবাগ উপজেলা সমন্বয়কারী জোবায়ের রাফি প্রমুখ।