রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আলামিন হোসেনের পিতা আফসার আলী (৫৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
শনিবার (৬ জুলাই) রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক শোক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
শোক বিবৃতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ধরমপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে আফসার আলী (৫৫) ৫ জুলাই রাত আনুমানিক ১০:২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের জানাজা ৬ জুলাই সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ধরমপুর কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।