রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যারা ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন তাদের সদস্য করে গঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক পরিষদ।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজ রুম এডিটর অমিতাভ রহমান।
গত বুধবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচার একটি অভিজাত রেস্তরায় ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর অমিতাভ রহমানকে আহবায়ক ও দি ডেইলি ট্রাইবুনালের বিশেষ প্রতিনিধি সাজেদুল ইসলাম রাজু শিকদারকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
নতুন সদস্য সংগ্রহ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।সংগঠনটি গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত হবে।পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগে সিনিয়র সদস্যদের মতামতকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের আহবায়ক অমিতাভ রহমান এবং সদস্য সচিব রাজু শিকদারের সাথে যোগাগোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।