
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর ফ্রেন্ডস ক্লাব এর অঙ্গসংগঠন দিবর ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আম্পায়ার রিপন ও তৌফিকেরপরিচালনায় দিবর ইউনিয়নের বাকরইল ফুটবল মাঠেএ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মোট ৬টি দল অংশগ্রহণ করেন
ফাইনালে দক্ষিণপাড়া রাইডার বনাম রূপগ্রাম কিংস এর মধ্যে অনুষ্ঠিত হয়। রাত ৯টায় টসে জিতে রূপগ্রাম কিংস ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।
আর রূপগ্রাম কিংস ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য দক্ষিণপাড়া রাইডার টিমকে ৪৫ রানের টার্গেট দেন। নির্ধারিত আট ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে দক্ষিণপাড়া রাইডার ৪৮ রান তুলতেই বিজয়ী হয়। খেলায় বিজয়ী দল দক্ষিণপাড়া রাইডার ব্যাটসম্যান আজাদ ৩০ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কণ্ঠশিল্পী এস এ হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর ফ্রেন্ডস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: শাহারিয়ার শান্ত, সহ সভাপতি মেসবাহুর রহমান নিশাত, দিবর ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি তৌফিক হাসান, সাধারণ সম্পাদক সঞ্জয়, সদস্য নিউটন, মাহফুজ,শান্ত,কৌশিক, স্থানীয় সূধিজন প্রমূখ। প্রতি বছর এ খেলার আয়োজন করা হবে জানান আয়োজকেরা ।