বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ। রোববার (১ ডিসেম্বর) চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা এই ঘেরাও কর্মসূচি পালন করেন।
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “গত ২২ নভেম্বর আমরা ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেখান থেকে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলা হয়েছিল, এই সময়ের মধ্যে পরিস্থিতি উন্নত না হলে ১ ডিসেম্বর সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করা হবে।”
তিনি আরও বলেন, “সাত দিনের মধ্যে কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নাগরিকরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে, তারা ডেঙ্গু প্রতিরোধে কোনো উদ্যোগ দেখেননি।”
বিক্ষোভে বক্তারা দাবি করেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নেই। বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড থাকলেও সেগুলোতে মৌলিক সুবিধার অভাব রয়েছে। তারা বলেন, “ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিচ্ছে। চিকিৎসা সেবায় আন্তরিকতার অভাব রয়েছে। এই অব্যবস্থাপনা মানুষকে স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।”
তরিকুল সুজন বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়নি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেই।”
বিক্ষোভকারীরা সিটি কর্পোরেশন এবং জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি জবাবদিহিতার দাবি জানান। তারা বলেন, “নারায়ণগঞ্জবাসী জানতে চায়, জনগণের জীবনের প্রতি এমন উদাসীনতা কেন? জনগণের ট্যাক্সের অর্থ ব্যয়ে সঠিক ব্যবস্থাপনা কেন নিশ্চিত করা হচ্ছে না?”
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে দ্রুত ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা এবং প্রশাসনিক অব্যবস্থাপনা জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।