মনির হোসেন সুমন:
পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে ২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট কারখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
ডি এন রোড, পাগলা বাজার, ফতুল্লা এলাকায় অবস্থিত একটি শিরোনামহীন কারখানায় এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী পরিচালিত এ অভিযানে কারখানাটি থেকে ২২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, "নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি মাটি ও জলাশয় দূষণের প্রধান কারণগুলোর একটি। আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখব এবং পরিবেশ সংরক্ষণে কোনো ছাড় দেওয়া হবে না।"
তিনি আরো বলেন, "পরিবেশ রক্ষায় সবাই সচেতন হই। নিষিদ্ধ পলিথিন পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করি।"
নিষিদ্ধ পলিথিনের কারণে পরিবেশের ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য। পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছে। পলিথিনের উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি বিকল্প ব্যাগ ব্যবহারের প্রচারণা বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।
এই ধরণের কার্যক্রম পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।