আজিজুল ইসলাম: ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের নিয়ে দুই দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুই দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে গণমাধ্যম গবেষণা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান আইএমসিএমএসআর। মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশ এনজিও’র মিলনায়তনে অনুষ্ঠিত সেশনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা তথ্য কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর কাবির উল হাসান। বক্তব্য রাখেন এবং সেশন পরিচালনা করেন আইএমসিএমএসআর এর প্রধান সমন্বয়ক এবং কোর্স এডিটর স্বাধীন চৌধুরী, আইএমসিএমএসআর এর সমন্বয়ক এবং কোর্স কোর্ডিনেটর ইমরান হাসান শিমুল, কোর্স ট্রেইনার সময় টিভির সিনিয়র সাংবাদিক সাদিকুর রহমান, সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিন, নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগম, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন পেশাদার এবং শিক্ষানবিশ সংবাদকর্মী অংশগ্রহণ করেন।