
নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩,৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নোয়াখালী থেকে ঢাকাগামী দুইটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। তবে জাটকার প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে ট্রাক ড্রাইভারের উপস্থিতিতে অবৈধ জাটকা বাদে অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা এবং দরিদ্র-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, "মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জাটকা রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের প্রধান লক্ষ্য।"