
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস। উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি অফিসের বিভিন্ন স্থানে লিখে রেখেছেন ভূমি অফিসে কোন কাজে ঘুষ লাগে না। জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি'র বাইরে অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা না নিতে নির্দেশও দিয়েছেন।
জানা যায়, জমির নামজারীর ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকা সর্বমোট ১১৭০ টাকা। ভূমি অফিসের কেউ অযথা হয়রানি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি তাকে ০১৭৬৫৬৫১৩৫৮ নাম্বারে ফোন করতে অনুরোধ করেছেন তিনি।
সরেজমিন শ্রীপুর ভূমি অফিসে গেলে কথা হয় ভূমি সেবা নিতে আসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবা গ্রহীতাদের সাথে। তারা বলেন, শ্রীপুর ভূমি অফিসে অতিরিক্ত কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। ভূমি অফিসের এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস স্যার সৎ ও ভালো মনের মানুষ। হয়রানি ছাড়াই আমাদের সব কাজ করে দিয়েছেন।
ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার এস এম মাসুদ রানা বলেন, আমাদের কাছে মানুষ এসে এখন কোন হয়রানি হয় না। আমরা সাধ্যমত চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য। উপজেলার চত্বর ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সামনেসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভূমি সেবাই কোন খাতে কত খরচ (সরকারি) উল্লেখ করে ও মোবাইল নম্বরসহ বিলবোর্ড দেওয়া হয়েছে। যেন সাধারণ মানুষ তার অভিযোগ মোবাইলে সরাসরি এসিল্যান্ডকে জানাতে পারেন। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস স্যার কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার ফলে ভূমি অফিসে সেবার মান বহুগুণে বেড়ে গেছে।
সেবা নিতে আসা মামুন মৃধা জানান, বিগত দিনে নামজারি করতে এসে অনেক ভোগান্তিতে পড়েছি। তবে বর্তমান এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস এখানে আসার পর নামজারি করতে আমাকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সেই সাথে বর্তমানে ভূমি অফিসের টোটাল স্টার্ফদের ও সেবার মান ও উনি বাড়িয়েছেন। আমি তাদের সেবা পেয়ে খুশি হয়েছি।
আরেক সেবাগ্রহীতা শাহ অবনী কুমার জানান, আমি আমার ৭৭ বছর বয়সে এরকম ভূমি অফিসার আমার চোখে পড়ে নাই। উনি যে ব্যবহার করেন আমাদের সাথে এত বড় অফিসারের কাছে এত ভালো ব্যবহার আশা করা যায়না। উনার মত অফিসার শ্রীপুরে আসায় অনেক লাভবান হচ্ছি আমরা। আগে যেখানে আমরা ভূমি অফিসে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি সেই কাজ এখন ভোগান্তি ও ঘুরাঘুরি ছাড়াই হয়ে যাচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী দুজনই সমান অপরাধী। সাধারণ মানুষ যেন হয়রানি না হয় বরং সঠিক সেবা পায় তার ব্যবস্থা করেছি। ব্যক্তিগত ভিজিটিং কার্ড সেবা নিতে আসা জনসাধারনের হাতে হাতে পৌঁছিয়ে দিচ্ছি। যাতে তার যেকোন সমস্যা ও পরামর্শ নিতে যোগাযোগ করতে পারেন। এখন আর কেউ ভোগান্তির শিকার হয় না। সর্বপরি উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, এর আগে গুঞ্জন বিশ্বাস যখন জয়পুর হাট ডিসি অফিসে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। এরপর যশোর জেলার চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দ্বায়িত্ব পালন করেন। সেখানেও তিনি ঘুষ, দুর্নীতিমুক্ত ও নিষ্ঠার সাথে কাজ করে সর্ব শ্রেণীর মানুষের কাছে সুনাম অর্জন করেছেন।