হোগলবাড়ীয়া মানব কল্যান পরিষদের উদ্যোগে আগাম শীতবস্ত্র বিতরণ
এস এম আব্দুল হান্নান চাটমোহর প্রতিনিধি
জয় হোক মানবতার জয় হোক সকলের এই স্লোগানকে সামনে রেখে। শীতার্তদের মুখে হাসি ফোঁটালেন পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হোগলবাড়ীয়া মানব কল্যান পরিষদের নামে এক সামাজিক ও অরাজনৈতিক সংঠন শীতের রাতে অনেক ছিন্ন মূল মানুষ শীতের যন্ত্রণা সহ্য করে রাস্তায় রাত কাটায়। এমন ছিন্ন মূল মানুষকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায়,
হোগলবাড়ীয়া দক্ষিণপাড়া কুরআনীয় মাদ্রাসা মক্তব মাঠে অত্র সংগঠনের সদস্যরা শীতবস্ত্র বিতরন করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন,
চাটমোহর উপজেলা অন্তর্ভুক্ত ডিবিগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জনাব,মোঃ ময়দান আলী সরদার, সাবেক মেম্বার মোঃআফসার আলী,মোঃবাকী-বিল্লাহ,আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য,জনাব,মোঃ আব্দুল হান্নান, মনিরুজ্জামান মনির, দেলোয়ার হোসেন সোহাগ,আরিফুল ইসলাম,শাহাদাত হোসাইন, মোঃরতন আলী,মোঃসালমান রহমান,মোঃআজমত মোল্লা, মাহবুবুর রহমান উজ্জ্বল, মোঃআকরাম হোসেন,
সংগঠনটির পক্ষে আলোচনা রাখেন, প্রভাষক আজম হোসাইন, জানান সমাজের বিত্তবান মানুষ কে এগিয়ে আসবার আহ্বান জানিয়ে বলেন,
আমাদের উদ্দেশ্য সমাজের দরিদ্র ও অসহায় বিশেষ করে, বেশি বয়সী মানুষের যারা কারও থেকে তেমন সহায়তা পান না,
তাদের কষ্ট একটু হলেও কী করে কষ্ট লাঘব করা যায়।
আমরা ১০ জন সদস্য মিলে শীতবস্তু বিতরনের মাধ্যমে অসহায়দের মুখে হাসি ফোঁটাতে পেরেছি,যা আমাদের উদ্যোগে আগামীতে আরও ত্বরান্বিত করবে বলে আমরা মনে করি।
বিতরন শেষে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।