
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের দেওয়ান বাড়ি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাশিদা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা রিয়াদ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাশিদার মৃত্যু হয়। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ফতুল্লা থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, “তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালকের দ্রুত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট ট্রাকচালককে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।