মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ ডিসেম্বর)ধুনট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা, উলামা পরিষদ ও টিম সদস্য, বগুড়া জনাব অধ্যাপক নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ উলামা পরিষদ বগুড়া জেলা গ্রুপ সহকারী অধ্যাপক মাও:মো:আবদুল বাছেত,উপদেষ্টা শেরপুর বগুড়া আলহজ্ব মাও:দবিবুর রহমান,ধুনট উলামা পরিষদের রত্ন ও উপদেষ্টা সহকারী অধ্যাপক মাও: আমিনুল ইসলাম,উপদেষ্টা প্রভাষক মাও মো:আবদুল করিম।
এছাড়াও অনেক উলামায়ে আশেকগণ উপস্থিত থাকিয়া , দীনি ইসলাম কায়েম করার লক্ষ্যে, বিভিন্ন শিক্ষা মূলক ব্যাখার মাধ্যমে উলামায়েদের সুসংগঠিত হওয়ার আহবান করেন এবং বিশৃঙ্খলা না করার জন্যও অনুরোধ জানান।