এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
ঢাকাস্থ নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন সমিতির আয়োজনে ইউনিয়নের ইতিহাস,ঐতিহ্য এবং এলাকার গুনীজনদের জীবনী নিয়ে প্রথম বারেরমত প্রকাশিত স্মরনিকা 'হোমনাবাদ' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও সাধারন সভা শনিবার রাজধানীর নয়া পল্টনস্হ সানগ্রী লা ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি শেখ শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
সমিতির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর প্রধান অতিরিক্ত ডিআইজি ডা.তবারক উল্যাহ বিপিএম, বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, সুপ্রীম কোর্ট আইনজীবি এ্যাড. শাহজাহান , অধ্যাপক আবু জাফর মো. সালেহ, সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন আকবর বুলু,নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা,বোরাক ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা পরিচালক ইসহাক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের মিয়াজী।
বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ঢালুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের, সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়া,সিজিয়ারা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম, সিংগেরিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা ইয়াকু, রাজউক কল্যাণ ট্রাস্টের সভাপতি জাফর সাদেক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন , অডিটির পরিচালক সাহিদুল হক, নয়াবাজার ডিগ্রী কলেজের প্রফেসর আব্দুল হাই, এ্যাডভোকট মোহাম্মদ এয়াছিন সহ সমিতির উপদেষ্টা সদস্য, সাধারণ সদস্য ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। প্রকাশিত স্মরণিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন প্রফেসর মাহবুবুল হক।
বক্তারা এলাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এই প্রথম প্রকাশনা করায় অসাধারণ বলে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
সভাশেষে আগামী ২০২৪-২০২৭ সেশন তিন বছরের জন্য এ্যাডভোকেট মো. জাকির হোসেন ভূঁইয়াকে সভাপতি এবং মো. আমান উল্যাহকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়।