![Image](https://cdn.alokitosakal.net/images/0674e2a9711becb027bbdf6a759999bb.jpeg)
সুজন তালুকদার, ছাতক
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক গ্রে'ফ'তা'র।২৭ নভেম্বর বুধবার সকালে ছাতক উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আবু বক্কর সিদ্দিক দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র। দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
ছাতক থানার এস আই আব্দুস সাত্তার ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান,গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।