বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনকে লন্ডনে উষ্ণ অভ্যর্থনা ও বিশেষ সম্মাননা প্রদান করেছে Feni Sports Academy UK এবং #Ami_Bangladesh
লন্ডন, ৭ অক্টোবর: সম্প্রতি লন্ডনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহসিনকে উষ্ণ অভ্যর্থনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এই আয়োজনে Feni Sports Academy UK-এর পাশাপাশি সহ-আয়োজক হিসেবে ছিল #Ami_Bangladesh। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, আয়োজক, এবং ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন, যারা সম্মিলিতভাবে মহসিনের অবদান এবং সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
Feni Sports Academy UK: নতুন দলের বড় সাফল্য Feni Sports Academy UK লন্ডনে বাংলাদেশী কমিউনিটির ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে। Feni Sports Academy UK গত বছর নিউহ্যামের লাস্ট ম্যান স্ট্যান্ডিং (LMS) টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নেয়, যা তাদেরকে ক্রীড়াঙ্গনে পরিচিত করে তোলে।
মোহাম্মদ মহসিনকে সম্মানিত করার উদ্দেশ্য
এই সম্মাননা অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট টিমের অধিনায়ক মোহাম্মদ মহসিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার সংগ্রামী জীবন ও ক্রিকেট ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানানো। মহসিন অনুষ্ঠানে তার জীবনের কঠিন বাস্তবতা ও হুইলচেয়ার ক্রিকেট টিমের সংকট তুলে ধরেন, যেখানে বিসিবি থেকে আনুষ্ঠানিক স্বীকৃতির অভাবের কারণে তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত।
আয়োজক প্রতিষ্ঠান Feni Sports Academy UK এবং #Ami_Bangladesh-এর প্রতিনিধিরা বলেন, এই আয়োজনের মাধ্যমে তারা কেবল একজন প্রতিভাবান ক্রিকেটারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেননি, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশী কমিউনিটিকে তাদের দায়িত্ব ও সচেতনতার কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তাদের বিশ্বাস, একত্রে কাজ করে তারা হুইলচেয়ার ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারবেন।
উক্ত সম্মাননা অনুষ্ঠানে বক্তৃতা
ক্যাপ্টেন ইমাম: "মোহাম্মদ মহসিনের সংগ্রাম ও আত্মপ্রত্যয়ের গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তার নেতৃত্বে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিম শুধু দেশের নয়, বিশ্বের মঞ্চেও বাংলাদেশের গর্ব। আমরা সবাই তার পাশে আছি এবং ভবিষ্যতে আরও সহযোগিতা করতে চাই।"
রাকিব: "এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু একজন খেলোয়াড়কে নয়, বরং হুইলচেয়ার ক্রিকেটের স্বপ্নকে উদযাপন করছি। আমাদের আশা, মহসিন ভাইয়ের মতো প্রতিভা যেন আরও স্বীকৃতি পায়।"
আশরাফুল: "Feni Sports Academy UK এর এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের কমিউনিটি থেকে এমন উদ্যোগের প্রয়োজন ছিল। আমরা আশা করি, মহসিন ভাইয়ের সংগ্রাম বিশ্বব্যাপী আরও বেশি স্বীকৃতি পাবে।"
রিয়াদ: "মোহসিন ভাই আমাদের শিখিয়েছেন, কোনো প্রতিকূলতাই স্বপ্নের পথে বাধা হতে পারে না। আমাদের উচিত তার মতো সাহসী ক্রিকেটারদের পাশে দাঁড়ানো। ধন্যবাদ Feni Sports Academy UK এবং #Ami_Bangladesh, তাদের সহযোগিতা ও উদ্যোগের জন্য।"
কাওসার: "এই সম্মাননা শুধু মোহসিন ভাইয়ের জন্য নয়, বরং পুরো বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের জন্য। Feni Sports Academy UK এবং #Ami_Bangladesh এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা আমাদের জন্য গর্বের বিষয়।"
ম্যানেজার মনির আহমেদ: "মোহসিনের প্রতি এই সম্মাননা আমাদের কমিউনিটির কৃতজ্ঞতার প্রকাশ। আমরা চাই, তার মতো খেলোয়াড়েরা যেন আরও বেশি সুযোগ পায় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও গর্বিত করে।"
ম্যানেজার তাসমির: "Feni Sports Academy UK এর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত। এমন এক উদ্যোগের মাধ্যমে আমরা মহসিন ভাইয়ের মতো প্রতিভাবানদের পাশে থাকতে পারছি। আশা করি, আমাদের এই প্রচেষ্টা অন্যদেরও উৎসাহিত করবে।"
বিশেষ ধন্যবাদ
Feni Sports Academy UK এর গর্বিত স্পন্সর Lime Store, Study Milestone, এবং Bengal Travels-কে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সমর্থন আমাদের আরও বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে।
মোহাম্মদ মহসিনের জন্মদিন উদযাপন
৬ অক্টোবর ছিল মোহাম্মদ মহসিনের জন্মদিন, এবং তার জন্মদিন উদযাপন করে এই অনুষ্ঠানটির বিশেষত্ব আরও বেড়ে যায়। কেক কাটার মাধ্যমে উদযাপনটি শেষ হয় এবং সবাই মহসিনের দীর্ঘায়ু ও সফলতার জন্য শুভেচ্ছা জানান।
Feni Sports Academy UK তাদের ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে লন্ডনের বাংলাদেশী কমিউনিটিতে ক্রীড়ার একটি নতুন ধারাকে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই সম্মাননা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তারা দেশের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য তারা সবসময় পাশে রয়েছে।