মো আনিছুর রহমান ( টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়ীয়া:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার হয়েছে। আখাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আসামিরা হল- মোগরা ইউনিয়নের জাঙ্গন গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে আবুল কাশেম, রাধানগর গ্রামের মৃত আউয়াল মিয়ার ছেলে মইনুল হোসেন, দেবগ্রাম এলাকার শেখ শহীদ এর ছেলে শেখ সোহেল, ছোট টনকি গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে ফজলুল হক, সাতপাড়া গ্রামের আরমান খান এর ছেলে কবির খান, হিরাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে মোহাম্মদ রফিক মিয়া, একই গ্রামের মোহাম্মদ আলমগীর এর ছেলে রাব্বি মিয়া, মনিঅন্ধ ইউনিয়নের মিনার কোট গ্রামের হাবিবুল্লাহর ছেলে সাকিব ভাইয়া।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছেন, ভিন্ন ভিন্ন অভিযানে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ তুমি ( ওসি) আবুল হাসিম জানিয়েছেন আমাদের থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদেরকে অদ্য ১২ ই নভেম্বর মঙ্গলবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।